১৮ অগ্রহায়ণ ১৪২৭ বাংলা, ৩ ডিসেম্বর ২০২০ ইংরেজি, ১৭ রবিউস সানী১৪৪২ হিজরি বৃহস্পতিবার চট্টগ্রাম দরবার শরীফের আশেক ও ভক্তদের নিয়ে ধান কাটা শুরু হয়েছে।
ধান কাটার শুভ উদ্ভোধন করেন রাহে ভান্ডার আশেকান পরিষদের সম্মানিত সভাপতি ও চট্টগ্রাম দরবার শরীফের সম্মানিত খলিফা ও মোন্তাজেম ডাঃ ছৈয়দ আরেফ হোসাইন (মা.জি.আ.)
সম্মানিত পির ভাইদের মধ্যে যদি কেউ ধান কাটায় অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ করেন তাহলে দরবার শরীফে এসে এ কার্যক্রমে যোগদানের আহ্বান জানানো যাচ্ছে।