রাহে ভান্ডার ছুফি শিল্পী পরিষদ (রাছুশিপ)’র সভা ও উম্মুক্ত কর্মশালা সুসম্পন্ন।
গত ২৮ কার্তিক ১৪২৭ বাংলা, ১৩ নভেম্বর ২০২০ ইংরেজী, শুক্রবার রাত ৮ ঘটিকায় রাহে ভান্ডার ছুফি শিল্পী পরিষদ (রাছুশিপ) কর্তৃক ৭ পৌষ ১৪২৭ বাংলা দুলহায়ে হযরত ছুফি মৌলানা ছৈয়দ ছালেকুর রহমান শাহ (ক.) রাহে ভান্ডারীর বার্ষিক ওরছ শরীফের প্রস্তুিত ও উম্মুক্ত কর্মশালা পুরাতন চান্দগাঁওস্থ রাছুশিপ সভাপতির বাসভবনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দরবার শরীফের নায়েবে মোন্তাজেম রাছুশিপ সম্মানিত সভাপতি শাহজাদা ছৈয়দ মশফিকুর রহমান ফয়সাল। এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দরবার শরীফের নায়েবে মোন্তাজেম ও রাছুশিপ- সাংগঠনিক সম্পাদক শাহজাদা ছৈয়দ মোছাদ্দেকুন নবী মওলা, রাছুশিপ এর সহ-সভাপতি খলিফায়ে রাহে ভান্ডারী মুফতি মৌলানা আবদুল হান্নান রাহে ভান্ডারী, রাছুশিপ- সহ সাংগঠনিক সম্পাদক খলিফায়ে রাহে ভান্ডারী মো. রবিউল ইসলাম, রাছুশিপ সদস্যবৃন্দ ও চট্টগ্রাম দরবার শরীফের ভক্ত, মুরিদান, আশেকান।
সভা সঞ্চালনা করেন রাহে ভান্ডার ছুফি শিল্পী পরিষদ এর সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন রুবেল।