খলিফায়ে গাউছুল আজম মাইজভান্ডারি, দুলহায়ে হযরত, ছাহেবে অজুদুল কোরআন হযরত মৌলানা ছুফি ছৈয়দ ছালেকুর রহমান শাহ (ক.) রাহে ভান্ডারীর ছোহবত প্রাপ্ত ও খলিফায়ে গাউছুল আজম রাহে ভান্ডারী হযরত মৌলানা ছুফি ছৈয়দ আবুল হাসেম শাহ (ক.) রাহে ভান্ডারীর বিশিষ্ট মুরিদ হযরত ছুফি মোহাম্মদ মুজিবুল হক ফকির ( প্রকাশ মজিদ ফকির)-এর জানাজা ও দাফন কার্য পরিচালনা করছেন চট্টগ্রাম দরবার শরীফের মহান সাজ্জাদানশীন ও তরিকায়ে রাহে ভান্ডারের গ্র্যান্ড শায়খ আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.)।
উল্লেখ্য, তিনি গত বুধবার 6 জানুয়ারী 2021 তারিখ সকাল সাড়ে ১০.৩০ টার সময় ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন।