RAHE VANDER TARIQA

মহিয়সী ছুফি নারী ছায়েরা খাতুন রাহমাতুল্লাহে আলাইহার বার্ষিক ফাতেহা পালিত

সম্পাদনায়: এস এ মিডু, রাহে ভান্ডার ইনফরমেশান ডেক্স:

রাহে ভান্ডার সিলসিলার একনিষ্ঠ ভক্ত মহিয়সী ছুফি নারী; আমাদের পরম শ্রদ্ধেয় নানীজান ছায়েরা খাতুন রাহমাতুল্লাহে আলাইহার বার্ষিক ফাতেহা শরীফ পালিত হয় গতকাল ২৭ জানুয়ারী ২০২১ তারিখ।

 

 

গতবুধবার ফৌজদার হাটস্থ মরহুমার বাসস্থানে করোনা পরিস্থিতিতে সংক্ষিপ্ত পরিসরে উদযাপিত উক্ত ফাতেহা খানীতে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন তরিকায়ে রাহে ভান্ডারের গ্রান্ড শায়েখ আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ্ (মা.জিআ.)।

 

 

উল্লেখ্য, ব্যক্তি জীবনে অত্যন্ত পরহেজগার উক্ত মহিয়সী ছুফি নারী ছিলেন সহজ সরল জীবন যাপনে অভ্যস্থ। পরবর্তীতে মায়ের একান্ত ইচ্ছায় উনার ছোট কন্যার সাথে বিবাহ বন্ধনে আবন্ধ হওয়ার সূত্রে তিনি ছিলেন আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ্ (মা.জিআ. ‘র শাশুড়ি। এ কারনে রাহে ভান্ডার তরীকার এ প্রজন্মের সকল আশেক ভক্ত উনাকে নানীজান বলে শ্রদ্ধা করতেন। তিনিও অকৃত্রিম ভালোবাসা ও স্নেহ দিয়ে তাদের আগ্লে রাখতেন।

ফাতেহা খানী ও দোয়া শেষে তিনি মরহুমার কবর জিয়ারত করলে তাতে শরীক হন উপস্থিত সকল আশেক ভক্তবৃন্দ।

 

 

.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *