.
রাহে ভান্ডার সিলসিলার প্রতিষ্ঠাতা, ছাহেবে অজুদুল কোরআন, শাহছুফি মৌলানা ছৈয়দ ছালেকুর রহমাব শাহ (ক.) এর স্মরণে
আয়োজিত ছুফি বৈঠকে ছুফিয়ানা তকরিরে মওলায়ে কায়েনাত এর স্থলাভিষিক্ত মওলা হোসাইন (আ.) কর্তৃক কৃত মওলাইয়্যাতের মর্যাদা রক্ষায় আত্মত্যাগ বিষয়ে বিশেষ আলোকপাত করেন রাহে ভান্ডার সিলসিলার গ্রান্ড শায়েখ ।
আয়োজিত ছুফি বৈঠকে ছুফিয়ানা তকরিরে মওলায়ে কায়েনাত এর স্থলাভিষিক্ত মওলা হোসাইন (আ.) কর্তৃক কৃত মওলাইয়্যাতের মর্যাদা রক্ষায় আত্মত্যাগ বিষয়ে বিশেষ আলোকপাত করেন রাহে ভান্ডার সিলসিলার গ্রান্ড শায়েখ ।
.
.
গতকাল শনিবার ০৩ মহররম ১৪৪৫ হি, ০৭ শ্রাবণ ১৪৩০ বাং, ২২ জুলাই ২০২৩ ইং, ঐতিহ্যবাহী চট্টগ্রাম দরবার শরিফের গোড়াপত্তনকারী সুলতানুল আরেফিন হযরত মাওলানা ছৈয়দ মোহাম্মদ আব্দুল মালেক শাহ রাহে ভান্ডারী (ক.)’র রওজা প্রাঙ্গণে উদযাপিত “ছুফি বৈঠক” এ বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করে তকরির পেশ করেন ছুফি বৈঠকের প্রধান আকর্ষণ রাহে ভান্ডার সিলসিলার গ্রান্ড শায়েখ ও চট্টগ্রাম দরবার শরিফের মহান সাজ্জাদানশিন হযরতুল আল্লমা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ ( হাফেজাহুল্লাহ বিশ্বানে ওয়াত্তাকরিম)।
.
.
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম দরবার শরীফের মোন্তাজেম, রাহে ভান্ডার আশেকান পরিষদের সভাপতি, খলিফায়ে রাহে ভান্ডারী ডাক্তার শাহজাদা ছৈয়দ আরেফ হোসাইন (মা.), রাহে ভান্ডার প্রকাশনা পরিষদের সভাপতি, খলিফায়ে রাহে ভান্ডারী, আলহাজ্ব শাহজাদা মোহাম্মদ সুলতানুল আলম খোকন- মহান নবী দিবস উদযাপন পরিষদের মহাসচীব, খলিফায়ে রাহে ভান্ডারী শাহজাদা মোহাম্মদ সাইফুল আলম নাইডু এবং রাহে ভান্ডার ওলামা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, মৌলানা ছৈয়দ মশিউর রহমান রাহাত প্রমূখ।
.
ছুফি বৈঠকের আলোচনা পর্ব শেষে মাইজভাণ্ডারী ছা’মা মাহফিলে কাওয়ালী পরিবেশন করেন, বিশিষ্ট কাওয়াল, আবু তালুকদার হাবীব।
.
প্রতি বাংলা মাসের ০৭ তারিখের ন্যায় এ আয়োজনেও দরুদ- কিয়াম, বিশেষ মোনাজাত এবং ছা’মা মাহফিল অনুষ্ঠিত হয়।
.
.
.
.
পোষ্ট সম্পাদনায়:
মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান
.
.