RAHE VANDER TARIQA

শরবতে মুয়াদ্দাত পরিবেশিত পাক শোহাদায়ে কারবালা স্মরণে

সম্পাদনায়: খলিফায়ে রাহে ভান্ডারী সাংবাদিক মাওলানা হায়দার আলী এম. এ.


 

 

আজ মাহে মহররমের ১০ তারিখ। পবিত্র আশুরা দিবস। ঐতিহাসিক কারবালা স্মরনে সারাদেশে পালিত হচ্ছে দোয়া- আলোচনা সভা ও শোহদায়ে কারবালা মাহফিল। তারই ধারাবাহিকতায় আজ ২৯/৭/২৩ইং বাদে যোহর চট্টগ্রাম মহানগরীর কদম মোবারক জামে মসজিদের সামনে পালিত হয়েছে পবিত্র ‘শরবেতে মুয়াদ্দাত পরিবেশন’ অনুষ্ঠান। পাক শোহাদায়ে কারবালার তাজিম তছলিম তকরিম উদ্দেশ্যে

 

 

পবিত্র শরবেতে মুয়াদ্দাত পরিবেশনের সূচনা করছেন রাহে ভান্ডার সিলসিলার গ্রান্ড শায়েখ- ঐতিহ্যবাহী চট্টগ্রাম দরবার শরিফের সাজ্জাদানশিন হযরতুল আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ ( হাফেজাহুল্লাহ বিশ্বানে ওয়াত্তাকরিম)। এতে সূফীতত্ত্ব গবেষণা ও মানব কল্যাণ কেন্দ্রের সাধারণ সম্পাদক হাকিম মাওলানা ইকবাল ইউসূফের মুখে শরবত তুলি দিয়ে তিনি এ আয়োজনের উদ্ভোধন করেন।

 

উক্ত সংগঠনের মিডিয়া সেল প্রধান শাহ মিডুর সঞ্চালনায় উক্ত শোহাদায়ে কারবালা স্মরণে সমাবেশে মুনাজাত পরিচালনা করেন আনজুমানে মুহিব্বীনে আহলে বায়ত (আ.), বাংলাদেশের আহ্বায়ক মাওলানা নূরুল আবচার তৈয়বী।

 

 

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আব্দুল আলীম দোভাষ, চট্টগ্রাম দরবার শরিফের মোন্তাজেম ডা. শাহজাদা ছৈয়দ আরেফ হোসাইন, খালিফায়ে রাহে ভান্ডারী আলহাজ্ব সুলতানুল আলম খোকন, মহান নবী দিবস উদযাপন পরিষদের মহাসচিব- খালিফায়ে রাহে ভান্ডারী শাহজাদা ছৈয়দ সাইফুল আলম নাইডু, রাহে ভান্ডার ওলামা পরিষদের প্রতিষ্ঠাকালিন সভাপতি খলিফায়ে রাহে ভান্ডারী মাওলানা ছৈয়দ মশিউর রহমান রাহাত, সুলতানুল আরেফিন ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপ্যাল মাওলানা আবুল কাশেম আল কাদেরী রাহে ভান্ডারী, সমাজ সেবক নূরুল আবচার, খালিফায়ে রাহে ভান্ডারী মোহাম্মদ তসলিম উদ্দিন, খালিফায়ে রাহে ভান্ডারী আলী আকবর বাবুল, ডাক্তার রবিন, এডভোকেট ইব্রাহীম হোসেন বিপু, শাহজাদা ইব্রাহীম বাপ্পী ও শাহজাদা ইছমাঈল ইফতি প্রমুখ।

 

.

 

এ আয়োজনের সাথে একাত্বতা পোষণ করে আরও যুক্ত হওয়া একাধারে খলিফা ও আওলাদে রাহে ভান্ডারী এবং গাউছে হাওলাপুরী শাহজাদা ছৈয়দ বশির আহমদ মনি সহ সমবেত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আনজুমানে মুহিব্বীনে আহলে বায়ত (আ.) বাংলাদেশের আহ্বায়ক মাওলানা নূরুল আছার তৈয়বী।

 

 

আজকের এই দিনে কুফার কারবালা প্রান্তরে ইসলামের জন্য নবী পরিবারের অন্যতম সদস্য ও রাসূল (দঃ) এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন আঃ সহ ৭২ জন সাহাবী-তাবেয়ী ও আওলাদে রাসূল (দঃ) কে কুখ্যাত এজিদ বাহিনী নির্মমভাবে হত্যা করে। আল্লাহর দ্বীন কে চিরতরে বিদায় করতে নাপাক ও জালিম এজিদদের দল এই আয়োজন করে। সেই ঐতিহাসিক কারবালা স্মরনে আজ সারাবিশ্বে পালিত হচ্ছে পবিত্র আশুরা দিবস। এই দিবসের মহান শিক্ষা যুগ যুগ ধরে ধর্মপ্রাণ মুসলমানেরা জেনে ও মেনে আসছে নিজেদের জীবনে। সত্যের জন্য প্রয়োজনে নিজের জীবন কে আল্লাহর রাস্হায় কোরবানি দিতে হবে কিন্তু অসত্যের সাথে কখনও আপোষ করা যাবে না। এটাই মহান কারবালার শিক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *