শরবতে মুয়াদ্দাত পরিবেশিত পাক শোহাদায়ে কারবালা স্মরণে
সম্পাদনায়: খলিফায়ে রাহে ভান্ডারী সাংবাদিক মাওলানা হায়দার আলী এম. এ.
আজ মাহে মহররমের ১০ তারিখ। পবিত্র আশুরা দিবস। ঐতিহাসিক কারবালা স্মরনে সারাদেশে পালিত হচ্ছে দোয়া- আলোচনা সভা ও শোহদায়ে কারবালা মাহফিল। তারই ধারাবাহিকতায় আজ ২৯/৭/২৩ইং বাদে যোহর চট্টগ্রাম মহানগরীর কদম মোবারক জামে মসজিদের সামনে পালিত হয়েছে পবিত্র ‘শরবেতে মুয়াদ্দাত পরিবেশন’ অনুষ্ঠান। পাক শোহাদায়ে কারবালার তাজিম তছলিম তকরিম উদ্দেশ্যে
পবিত্র শরবেতে মুয়াদ্দাত পরিবেশনের সূচনা করছেন রাহে ভান্ডার সিলসিলার গ্রান্ড শায়েখ- ঐতিহ্যবাহী চট্টগ্রাম দরবার শরিফের সাজ্জাদানশিন হযরতুল আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ ( হাফেজাহুল্লাহ বিশ্বানে ওয়াত্তাকরিম)। এতে সূফীতত্ত্ব গবেষণা ও মানব কল্যাণ কেন্দ্রের সাধারণ সম্পাদক হাকিম মাওলানা ইকবাল ইউসূফের মুখে শরবত তুলি দিয়ে তিনি এ আয়োজনের উদ্ভোধন করেন...