মওলাইয়্যাতের মর্যাদা রক্ষায় হোসাইনি শাহাদাত: ছৈয়দ জাফর ছাদেক শাহ
.
রাহে ভান্ডার সিলসিলার প্রতিষ্ঠাতা, ছাহেবে অজুদুল কোরআন, শাহছুফি মৌলানা ছৈয়দ ছালেকুর রহমাব শাহ (ক.) এর স্মরণে
আয়োজিত ছুফি বৈঠকে ছুফিয়ানা তকরিরে মওলায়ে কায়েনাত এর স্থলাভিষিক্ত মওলা হোসাইন (আ.) কর্তৃক কৃত মওলাইয়্যাতের মর্যাদা রক্ষায় আত্মত্যাগ বিষয়ে বিশেষ আলোকপাত করেন রাহে ভান্ডার সিলসিলার গ্রান্ড শায়েখ ।
.
.
গতকাল শনিবার ০৩ মহররম ১৪৪৫ হি, ০৭ শ্রাবণ ১৪৩০ বাং, ২২ জুলাই ২০২৩ ইং, ঐতিহ্যবাহী চট্টগ্রাম দরবার শরিফের গোড়াপত্তনকারী সুলতানুল আরেফিন হযরত মাওলানা ছৈয়দ মোহাম্মদ আব্দুল মালেক শাহ রাহে ভান্ডারী (ক.)'র রওজা প্রাঙ্গণে উদযাপিত "ছুফি বৈঠক" এ বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করে তকরির পেশ করেন ছুফি বৈঠকের প্রধান আকর্ষণ রাহে ভান্ডার সিলসিলার গ্রান্ড শায়েখ ও চট্টগ্রাম দরবার শরিফের মহান সাজ্জাদানশিন হযরতুল আল্লমা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ ( হাফেজাহুল্লাহ বিশ্বানে ওয়াত্তাকরিম)।
.
...