গাউছুল আজম মাইজভাণ্ডারীর অন্যতম প্রধান খলিফা, রাহে ভান্ডার তরিকার প্রতিষ্ঠাতা, দুলহায়ে হযরত, মৌলানা ছুফি ছৈয়দ ছালেকুর রহমান শাহ (ক.) রাহে ভান্ডারীর ৫ম শাহজাদি ছৈয়দা ফজিলাতুন্নেছা (লালু) এর জানাজায় অংশগ্রহণ করে রাহে ভান্ডার সিলসিলার গ্রান্ড শায়খ ও চট্টগ্রাম দরবার শরীফের মহান সাজ্জাদানশীন হযরতুল আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.জি.আ.)।
জানাজা শেষে মরহুমার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পন করেন তিনি। এ সময় রাহে ভান্ডার দরবার শরীফের সম্মানিত মোন্তাজেম হযরত আলহাজ্ব শাহজাদা খাজা নিজাম উদ্দিন ছালেকী (মা.জি.আ.) ও দুলহায়ে হযরতের দৌহিত্র, লালানগর ইউনিয়নের চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন উপস্থিত ছিলেন। পরবর্তীকালে হযরতুল আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.জি.আ.) এর নেতৃত্বে দুলহায়ে হযরত, মৌলানা ছুফি ছৈয়দ ছালেকুর রহমান শাহ (ক.) রাহে ভান্ডারীর রওজা জিয়ারত করেন চট্টগ্রাম দরবার শরীফের আশেক, ভক্ত ও মুরিদানগণ।