RAHE VANDER TARIQA

রাতআপ কেন্দ্রিয় পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত বাকলিয়ায়

১৩ নভেম্বর ২০২০ শুক্রবার রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) কেন্দ্রিয় কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে একটি বিশেষ সভা চট্টগ্রামের বাকলিয়া থানাস্থ খানকায়ে রাহে ভান্ডারে অনুষ্ঠিত হয়।

উক্ত বিশেষ সভায় রাতআপ কেন্দ্রিয় পরিষদের সম্মানিত সভাপতি ও খলিফায়ে রাহে ভান্ডার ছুফি আলী আকবর বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাতআপ কেন্দ্রিয় পরিষদের সাবেক সভাপতি ও খলিফায়ে রাহে ভান্ডার শাহজাদা ছুফি ছৈয়দ সাইফুল আলম নাইডু। উক্ত সভায় মহা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দরবার শরীফের নায়েবে মোন্তাজেম শাহজাদা ছৈয়দ মোছাদ্দেকুন নবী মওলা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিফায়ে রাহে ভান্ডার মৌলানা মনছুর আলম ও রবিউল ইসলাম।

উক্ত সভায় রাতআপ কেন্দ্রিয় কার্যকরী পরিষদের সাথে শাখা কমিটিসমূহের যোগাযোগ বৃদ্ধি, চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে একটি অফিস স্থাপন, বিভিন্ন কর্মশালার আয়োজন, দরবারে আদর্শকে সমাজের সর্বক্ষেত্রে ছড়িয়ে দেয়ার ব্যাপারে গুরত্বারোপ করা হয়। এছাড়া সংগঠনের সদস্যদের সদস্যপদ নবায়ন, সোশ্যাল মিডিয়াসমূহ ব্যবহারে সতর্কতা, দরবারি আদব-শিষ্টাচার পালন, খানকাভিত্তিক কার্যক্রম বৃদ্ধি এবং সর্বোপরি মওলার প্রেম বৃদ্ধি বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয়।

সভা শেষে বিশ্বের সকলের মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম দরবার শরীফের নায়েবে মোন্তাজেম ছৈয়দ মোছাদ্দেকুন নবী মওলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *