আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মেয়র পদপ্রার্থী মাওলানা এম এ মতিন ও সংগঠনের কতিপয় উচ্চপদস্থ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন রাহে ভান্ডার তরিকার বর্তমান গ্রান্ড শায়েখ আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.)।
গতকাল 18 ডিসেম্বর শুক্রবার রাতে নগরীর একটি কমিউনিটি সেন্টারে সামাজিক উৎসবে যোগদান কালে তারা এ মতবিমিনয়ে ও সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
মতবিনিময়ের এক পর্যায়ে তারা উক্ত উৎসবে আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করেন।