RAHE VANDER TARIQA

চট্টগ্রাম দরবার শরীফে ছুফি বৈঠক অনুষ্ঠিত

খলিফায়ে গাউছুল আজম মাইজভান্ডারী, দুলহায়ে হযরত, ছাহেবে অজুদুল কুরআন, হযরত শাহছুফি, মৌলানা ছৈয়দ ছালেকুর রহমান শাহ (ক.) এর স্মরণে মাসিক ছুফি বৈঠক ও ছেম’আ মাহফিল অনুষ্ঠিত হয়।
০৭ মাঘ ১৪২৭ বাং, ০৭ জমাঃসানী ১৪৪২ হিঃ, ২১ জানুয়ারী ২০২১ ইং, বৃহস্পতিবার এ মহতি বৈঠক অনুষ্ঠিত হয় ঐতিহ্যাবহি চট্টগ্রাম দরবার শরীফে।
এতে ছদারত করেন রাহে ভান্ডার দর্শনের মহান দীক্ষাগুরু, মোজাদ্দেদে তরিকত হযরতুল আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *