খলিফায়ে গাউছুল আজম মাইজভান্ডারী, দুলহায়ে হযরত, ছাহেবে অজুদুল কুরআন, হযরত শাহছুফি, মৌলানা ছৈয়দ ছালেকুর রহমান শাহ (ক.) এর স্মরণে মাসিক ছুফি বৈঠক ও ছেম’আ মাহফিল অনুষ্ঠিত হয়।
০৭ মাঘ ১৪২৭ বাং, ০৭ জমাঃসানী ১৪৪২ হিঃ, ২১ জানুয়ারী ২০২১ ইং, বৃহস্পতিবার এ মহতি বৈঠক অনুষ্ঠিত হয় ঐতিহ্যাবহি চট্টগ্রাম দরবার শরীফে।
এতে ছদারত করেন রাহে ভান্ডার দর্শনের মহান দীক্ষাগুরু, মোজাদ্দেদে তরিকত হযরতুল আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.)।