সম্পাদনায়: এস. এ. মিডু, রাহে ভান্ডার তথ্য দপ্তর:
“আগিছনী ইয়া গাউছুল আজম”

মালিকের অশেষ মেহেরবানীতে প্রতি মাসের ন্যায় বিগত ১১ মাঘ, ২৫ জানুয়ারী ২০২১ ইংরেজি বৃহষ্পতিবার কর্ণফুলি থানা এলাকায় অস্থিত রাহে ভান্ডার খানকা শরীফে মাসিক ছূফি বৈঠক অনুষ্ঠিত হয়।
ছূফি বৈঠককে উপলক্ষ দরবারের একনিষ্ঠ মুরিদ জনাব মোহাম্মদ আলীর দ্বিতীয় সন্তানের আকিকা ও নাম করনানুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন তরিকায়ে রাহে ভান্ডারের গ্রান্ড শায়েখ শায়েখ, চট্টগ্রাম দরবার শরীফের মহান সাজ্জদানশিন হযরতুল আল্লাহমা ছূফি ছৈয়দ জাফর ছাদেক শাহ্ (মা:জি:আ:)।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিফায়ে রাহে ভান্ডার ডাঃ শাহজাদা ছৈয়দ আরেফ হোছাইন(মাঃ), খলিফায়ে রাহে ভান্ডার মৌলানা ছৈয়দ মশিউর রহমান রাহাত (মাঃ), খলিফায়ে রাহে ভান্ডার ছূফি ছৈয়দ মোঃ হারুন ফক্বির (মাঃ), খলিফায়ে রাহে ভান্ডার মুফতি মাওলানা তানভীরুল ইসলাম (মাঃ)।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ)’র কর্ণফুলী শাখার সম্মানিত সভাপতি মোঃ দেলোয়ার হোসাইন এবং রাহে ভান্ডারের বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ।
এ অনুষ্ঠানে উক্ত নবজাতক সন্তানের নামকরণ করা হয় মুহাম্মদ রৌশন আলী।

Marhaba! Marhaba!