ফতেয়াবাদে শাহ মোহাম্মদ মিঞা ডিলারের দাফন সম্পন্ন
ছাহেবুল অজুদুল কোরআন; দুলহায়ে হযরত ছুফি মৌলানা ছৈয়দ ছালেকুর রহমান শাহ রাহেভান্ডারী (কঃ)'র বিশিষ্ট মুরিদ, চট্টগ্রামের ফতেয়াবাদ, চৌধুরী হাট, ফকির টিলা নিবাসি শাহ মোহাম্মদ মিঞা ডিলার (কমিশনার পদপ্রার্থী রাশেদের / মিনুর বাবা) জানুয়রী 10, 2021 শনিবার ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহে ওয়া ইন্না-ইলাহি রাজেউন।
বাদে এশা মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে ফকির টিলাস্থ হযরত শাহ বুখারী (রঃ)’র মাজার সংলগ্ল ঈদগাহে। জানাযার নামাজে ইমামতি করেন রাহে ভান্ডার সিলসিলার গ্রান্ড শায়েখ; চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন; হযরতুল আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.)
পরে তাকে নিকটস্থ কবরস্থানে দাফর করা হয়।
...